• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মতিথি পালিত


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০১:৫০ পিএম
স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মতিথি পালিত

ফরিদপুরে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মতিথি পালিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে জেলা শহরের চরকমলাপুরে শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে এ জন্মতিথি পালন করা হয়।

এ উপলক্ষে শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল, মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র ও স্তব গান, বিশেষ পূজা পুষ্পাঞ্জলি ও হোম, জপ ধ্যান ও পাঠ, ভজন সংগীত, আলোচনা সভা প্রসাদ বিতরণ ও গীতিনাট্য।

স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী শীর্ষক আলোচনা সভায় রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ-সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা।

বিশেষ অতিথি ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রসময় কীর্তনীয়া ও সহযোগী অধ্যাপক চন্দ্রমোহন হালদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক লক্ষ্মী রানী পোদ্দার।

Link copied!