• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টিনার হারে সমর্থকের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ০৯:৫০ পিএম
আর্জেন্টিনার হারে সমর্থকের মৃত্যু

কুমিল্লায় টেলিভিশনে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা দেখার সময় শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক সমর্থক। আর্জেন্টাইন এই সমর্থকের নাম কাউসার জাভেদ কাকন (৪০)।

খেলার শেষ দুই মিনিটে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

তিন সন্তানের জনক কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে বসে খেলা দেখছিলেন তিনি।

বুড়িচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টিনার সমর্থক। মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ ঘটনায় বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, “মৃত্যুর বিষয়টি এখনো আমি জানি না। তবে, এরকম খবর শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।”

Link copied!