সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বুরহান উদ্দিন সভাপতি ও মেহেদী হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বোরহান উদ্দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং মেহেদী হাসান দেশ টিভির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
শনিবার (২ ডিসেম্বর) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে বুরহান উদ্দিন পেয়েছেন ১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিন্দু তালুকদার পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান পেয়েছেন ১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুশ শহীদ পেয়েছেন ১২ ভোট।
নির্বাচন পরিচালনায় কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, ফরিদ মিয়া ও আনোয়ারুল হক।