কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেল থেকে মহিউদ্দীন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া পৌর সদরের সিটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দন কুমার বলেন, “পৌরসদরের সিটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে- দুই বন্ধুর কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করতে না পেরে আত্মহত্যা করেছে ওই যুবক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে।”