• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

বন্ধুর কাছে পাওনা টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৮:০৭ পিএম
বন্ধুর কাছে পাওনা টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেল থেকে মহিউদ্দীন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া পৌর সদরের সিটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন।  

চন্দন কুমার বলেন, “পৌরসদরের সিটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে- দুই বন্ধুর কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করতে না পেরে আত্মহত্যা করেছে ওই যুবক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে মৃত্যু হয়েছে।”  

Link copied!