রাজশাহীতে চলন্ত মোটরসাইকেল থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) ভোরে নাটোরের দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকা থেকে ছেলেকে ও শহরের পাঠানপাড়া এলাকা থেকে বাবাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন নাটোরের দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকার আব্দুর রাজ্জাক (৫৫) ও তার ছেলে মো. রাজিব হোসেন (৩২)।
পুলিশ জানায়, ৩০ মার্চ দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় আইএফআইসি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নেন মো. বাহাদুর রহমান (২৫) নামের এক ব্যক্তি। সেখান থেকে ৫০ হাজার টাকা ব্যাংকে থাকতেই ভাইকে দিয়ে দেন। বাকি আড়াই লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন। ব্যাগটি মোটরসাইকেলের পেছনে ঝোলানো ছিল। মোটরসাইকেল নিয়ে স্যান্ডেল পট্টির কাছে আসার পরপরই চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগটি খুলে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।