• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল স্টেশন মাস্টারের


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৩, ০৫:০০ পিএম
ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল স্টেশন মাস্টারের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল সোবহান আকন্দ (৭০) নামের এক স্টেশন মাস্টার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান ওই স্টেশনের (টিএলআর) স্টেশন মাস্টার ছিলেন। তার বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায়।

বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খলিলুর রহমান জানান, আব্দুস সোবহান মহিমাগঞ্জ স্টেশনে টিএলআর (চুক্তি ভিত্তিক) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য তিনি প্রস্তুতি নেন। এ সময় চলন্ত করতোয়া ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে তার ডান হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

Link copied!