• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বরই গাছে ঢিল ছুঁড়তে মানা করায় ছুরিকাঘাতে হত্যা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৭:০৬ পিএম
বরই গাছে ঢিল ছুঁড়তে মানা করায় ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুঁড়তে মানা করায় বাড়িতে ঢুকে বিদ্যুৎ (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় নগরীর ছোটবনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ একই এলাকার মৃত শমসের আলীর ছেলে।

দুর্বৃত্তরা হলেন আকাশ (১৯), নাসিম (২২) ও শুভ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বৃহস্পতিবার দুপুরে বরই গাছে ঢিল মারছিল। সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বিদ্যুৎ ঢিল মারতে নিষেধ করে। পরে দেয়াল টপকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বিদ্যুৎকে মারধর শুরু করে। পরে নাসিম ছুরি বের করে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিদ্যুৎকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকান্ডের সঙ্গে জড়িততের গ্রেপ্তারে অভিযান চলছে”

Link copied!