• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে বাকপ্রতিবন্ধীর মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৮:৩৩ পিএম
লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদ বিডিআর আবুর ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪০)। তিনি টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। আবদুর রহমান বাকপ্রতিবন্ধী ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান বাকপ্রতিবন্ধী হলেও লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন তিনি। এসময় বন্যহাতি আছাড় দিয়ে তাকে হত্যা করে।

বনকর্মকর্তা জমির উদ্দিন বলেন, বিকেল ৩টার দিকে আবদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!