শাশুড়িকে হত্যার ঘটনায় জামাই গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০১:৩৪ পিএম
শাশুড়িকে হত্যার ঘটনায় জামাই গ্রেপ্তার
মো. ইউনুস মোল্যা

ফরিদপুরের নগরকান্দায় শাশুড়িকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. ইউনুস মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) রাত ২টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, রোববার রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইউনুস মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার (৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবার গ্রামে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন ইউনুস মোল্যা।

জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হন রহিমা বেগম। এ সময় ওত পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা ছুরি দিয়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রহিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Link copied!