• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ভ্যান চালিয়ে কোটি টাকার স্বর্ণ পাচার, আটক ১


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৭:০৫ পিএম
ভ্যান চালিয়ে কোটি টাকার স্বর্ণ পাচার, আটক ১

ভ্যান চালিয়ে ১৪টি স্বর্ণের বার ভারতে পাচারের সময় জাহাঙ্গীর হোসেন (২৮) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণগুলোর দাম প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কেড়াগাছী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের কেড়াগাছী এলাকায় অবস্থায় নেয় বিজিবি। এ সময় ব্যাটারিচালিত একটি ভ্যান চালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যানের ব্যাটারির বাক্স তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি। স্বর্ণগুলোর দাম প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

তিনি আরও জানান, আটক স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি ফিসে জমা দেওয়া হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!