সাভারের আমিনবাজারে একটি বাড়ির রুমে আড্ডা দেওয়ার সময় আগুন লেগে সাত যুবক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন বাড়িওয়ালার ছেলে রায়হান, তার বন্ধু হাদিস, নাহিদ, জুয়েল, মোনায়ারুল, আল আমিন ও রুবেল হোসেন।
জানা গেছে, রাতে আট বন্ধু ওই ঘরে আড্ডা দিচ্ছিলেন। সিগারেট ধারানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রকিব জানিয়েছেন, দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রকিব জানিয়েছেন, তারা একই এলাকার বাসিন্দা বন্ধু-বান্ধব, দিনমজুর, কেউ গার্মেন্টসকর্মী, কেউ লেবার।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাতজনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার জন্য সাভার থানা পুলিশকে জানানো হয়েছে।