• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে অটোরিকশা চাপায় বোনের মৃত্যু


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৭:৫৯ পিএম
ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে অটোরিকশা চাপায় বোনের মৃত্যু

ভোলায় ছোট ভাইয়ের জন্য দোকান থেকে দুধের প্যাকেট কিনতে গিয়ে অটোরিকশার চাপায় মারিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাস্তা গ্রামের মো. ইসমাইল কাজির মেয়ে।

মারিয়ার চাচা আলি হোসেন বলেন, মারিয়া তার চাচাত ছোট ভাইয়ের জন্য দোকান থেকে একটি দুধের প্যাকেট কিনতে যায়। কেনার পর রাস্তা পার হওয়ার জন্য একপাশে মারিয়া দাঁড়িয়ে ছিল। এ সময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগতির একটি অটোরিকশা মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!