কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করছিলেন মাবু নামের এক কসাই। এ ঘটনায় জানাজানি হলে পালিয়ে যান মাবু কসাই।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোররাতে মরিচ্যা এলাকার মাবু কসাইয়ের বাড়ি থেকে ঘোড়ার মাংস জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়ার হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, “আমার কাছে খবর আসে মাবু কসাইয়ের বাড়িতে ঘোড়া কাটা হচ্ছে বাজারে বিক্রির জন্য। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখি ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। আমাদের উপস্থিতি টের পেয়ে কসাই মাবু পালিয়ে যায়।”
চেয়ারম্যান ইমরুল আরও বলেন, পুলিশে খবর দেওয়া হয়েছে। মাবু কসাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।