কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকায় অভিযান চালানো হয়। রাত পৌনে ৩টার দিকে একটি মাছধরা নৌকা মিঠা পানির ছড়া ঘাটে পৌঁছে ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে নৌকাটি সমুদ্রে চলে যায়। নৌকা থেকে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাদের দাঁড়াতে বলেন। এ সময় তারা বস্তাগুলো ফেলে পালানোর চেষ্টা করেন।
কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে সাত লাখ ইয়াবা জব্দ করা হয়।