• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল, ১৪৪৫

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৩:৫৩ পিএম
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে রুপা আক্তার সামিয়া (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুর ইটের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সামিয়া সদর উপজেলার কামানখোলা এলাকার ফল ব্যবসায়ী মো. সোহেলের মেয়ে। সামিয়া স্থানীয় কামানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সামিয়ার বড় বোন বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় সামিয়া বোনকে এগিয়ে দেওয়ার জন্য অটোরিকশায় করে ইটেরপুল এলাকায় যাচ্ছিলেন। এ সময় সামিয়ার ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে সামিয়ার গলায় ফাঁস লাগে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সত্যতা ও জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশার চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

Link copied!