• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৯:১৭ এএম
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
জেলার মানচিত্র

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাহিম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার আলাওলপুর ইউনিয়নের হানিফ বেপারী কান্দি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিম ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান বেপারীর ছোট ছেলে এবং গরীবের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মনিরউজ্জমান জানান, বাবার কাছে ছেলেটি মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় মোটরসাইকেল কিনে দেননি তার বাবা। তাতেই বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাহিম।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Link copied!