• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৪:৪৬ পিএম
মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে কান্ত রায় (১৪) নামের এক স্কুলছাত্র ।

মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

কান্ত রায় দক্ষিণ মালঞ্চা গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে ও দক্ষিণ মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, “বেশ কিছুদিন ধরেই মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে কান্ত। অভাবের কারণে ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি মা-বাবা। এতে অভিমান করে মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেয় কান্ত।

এ বিষয়ে ওসি আব্দুল লতিফ শেখ বলেন, “মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

Link copied!