• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

পড়তে বসতে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৮:০৬ পিএম
পড়তে বসতে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা
নিহত তাহসিন কবির সামির

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তাহসিন কবির সামির (১৪) ওই গ্রামের হুমায়ন কবির ভুট্রোর ছেলে।  

পুলিশ জানায়, সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসে থাকেন। সে ঘরে প্রায় টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত। আবার ছোট বোনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত।  এ নিয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার মা তাকে ধমক দিয়ে পড়তে বসতে বলেন এবং তার বাবার সঙ্গে মোবাইলে কথা বলতে বলেন। সামির তার বাবার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর তার মা ঘুমাতে চলে যান। সকালে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে তার রুমে ঢাকতে গিয়ে ছেলেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!