• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৭:৫৮ পিএম
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. রফিক (২৬) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

রফিক উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মো. রহিমের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটকের পর রফিককে অস্ত্র ও গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!