কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বালুখালী টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রশিদা বেগম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক সি এর কায়সারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, “সোমবার দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, “মরদেহ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরির পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”