নোয়াখালীর সেনবাগে মিজান উদ্দিন (৪৫) নামের এক হোটেল মালিকককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহিন উদ্দিন উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। তিন-চার দিন আগে তিনি চট্টগ্রাম থেকে নিজের বাড়িতে আসেন। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন স্বামী ঘরে নেই। এরপর তিনি ঘরের সামনে গিয়ে দেখেন মিজান গুরুতর আহত অবস্থায় ঘরের সামনে কাতরাচ্ছেন। তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক না থাকায় আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতাল থেকে নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে তার ঘরের সামনে রেখে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের শরীরের একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







































