• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
রসিক নির্বাচন

পুনরায় ভোটগ্রহণ চলছে ২৬ নম্বর ওয়ার্ডে


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১২:৪৯ পিএম
পুনরায় ভোটগ্রহণ চলছে ২৬ নম্বর ওয়ার্ডে

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ওয়ার্ডটির সাতটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নির্বাচনী এলাকাসহ আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইলকোর্ট কাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীক ও শাহজাদা মিয়া ঠেলাগাড়ি প্রতীকে সমান ৩ হাজার ১৯৭ করে ভোট পান। এছাড়াও এম এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে পেয়েছিলেন ১ হাজার ৮৯২ ভোট। তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দুজন সমান ভোট পাওয়ায় পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয়।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, দুই প্রার্থীর মধ্যে ভোট সমান হয় পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার ফোর্স প্রস্তুত আছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল কোর্ট রয়েছে। এছাড়াও মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি ও র‍্যাব। নির্বাচনী আচরণ বিধিসহ অন্যান্য বিষয়গুলো দেখার জন্য আরও দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে।

এদিকে প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা। ওয়ার্ডটিতে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Link copied!