• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

পদত্যাগ করলেন রাসিক মেয়র লিটন


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৮:৪৪ এএম
পদত্যাগ করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নতুন নির্বাচিত মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত তার সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিনের ওপর।

রোববার (২১ মে) রাতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের জনসংযোগ কমিটির অন্যতম সদস্য আহসানুল হক পিন্টু বলেন, তাদের প্রার্থী রাসিক মেয়র নিয়ম মেনে রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

আহসানুল হক পিন্টু আরও বলেন, সোমবার (২২ মে) আঞ্চলিক নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতীক বরাদ্দের পর তারা আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীকের প্রচারণা শুরু হবে।”

Link copied!