বগুড়ার শেরপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া পৌরসভার নিশিন্ধারা মণ্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (২৪)। আরেকজন নাটোর জেলার বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে প্রাইভেট কারটি উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী এলাকার কচিয়ামোড়ে এসে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ির পেছনের দরজা বন্ধ থাকায় জাকারিয়া ও রানী বের হতে পারেননি। চালকসহ দুজনকে বের হয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) বাবু কুমার সাহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।