কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ। সকাল ১০টার পর তিনি কক্সবাজার পৌঁছেছেন। দুপুর ২টার পর শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে ভাষণ দেওয়ার কথা তার। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই কক্সবাজার শহরে জমায়েত হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। এতে শহর পরিণত হয়েছে জনসমুদ্রে।
মঙ্গলবার সন্ধ্যার পর কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল রংয়ের পোশাক ও লাল টুপি পরিহিত কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করেন। এসব মানুষ মহেশখালী, চকরিয়া ও টেকনাফ-উখিয়া ও পেকুয়া উপজেলা থেকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসেছেন।
তাদের কয়েকজন জানিয়েছেন, জনসভায় যোগ দিতে আগেই তারা চলে এসেছেন। তাদের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা জানিয়েছেন, বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন শেষে সকাল ১০টার পরপর সভাস্থলে যাবেন।
কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ৬ নম্বর জেটিঘাটে দেখা গেছে কয়েক হাজার মানুষ। এরা সকলেই সাগর পাড়ি দিয়ে মহেশখালী উপজেলা থেকে এসেছেন। তারা মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। তারা রাতে আবাসিক হোটেলে অবস্থান নিয়েছেন এবং সকালে সভামঞ্চে একে একে সকলেই উপস্থিত হবেন।
টেকনাফ থেকেও কয়েক হাজার নেতা-কর্মী কক্সবাজার শহরে পৌঁছার তথ্য জানিয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। তিনি জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপ এলাকার মানুষ কক্সবাজার এসে পৌঁছেছে। অন্যরা গাড়িবহর নিয়ে সকালে এসে পৌঁছেছে।
কক্সবাজার আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে মানুষ ব্যাপকভাবে আসতে শুরু করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাখের কাছাকাছি মানুষ আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে।