• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পিকনিকের বাস উল্টে আহত ১৩


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৫:০২ পিএম
পিকনিকের বাস উল্টে আহত ১৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে গিয়ে ১৩ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি মুসলিম পাড়া এলাকায় স্টিল ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসে ৪০-৪৩ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!