ডিম ও মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:০৬ পিএম
ডিম ও মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা

শরীয়তপুরে লাগামহীন মুরগি ও ডিমের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের পালং বাজার ও মনোহর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানগুলোতে সঠিক মূল্য তালিকা না থাকা এবং ডিমের ক্রয় মূল্যের রশিদ না রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে তিনি বলেন, “নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়ে ক্রয় মূল্যের রশিদ দেখাতে না পারায় কয়েকজন ডিম ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখার দায়ে দুইটি মুরগির প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

Link copied!