অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তা রক্ষার্থে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে শনিবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
শনিবার জেলা প্রশাসনের একটি জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৮২০৩০৮৮৬৯ ও টেলিফোন নম্বরে ০২৩৩৩৩৭১৬২৩ যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্কতা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া জন্য জেলা প্রশাসন ও জেলার তথ্য অফিস থেকে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।