• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০২:৩৩ পিএম
ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে মো. আব্দুল হাই নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আব্দুল ওয়াহিদ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আব্দুল ওয়াহিদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের ১ জুন সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে আব্দুল ওয়াহিদের ব্যবসায়ী আব্দুল হাইর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল হাইকে ছোরা দিয়ে বুকে আঘাত করে হত্যা করা হয়। এ ব্যাপারে আব্দুল হাইর ছোট ভাই আব্দুল ছফি ঘটনার পর দিন ২ জুন ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাপের রহমান তদন্ত করে শুধুমাত্র আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

Link copied!