• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মাদক মামলায় একজনের যাবজ্জীবন


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:২৯ পিএম
মাদক মামলায় একজনের যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ। ছবি : প্রতিনিধি

নওগাঁয় মাদক মামলায় মুকুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মোজাহার আলী।

জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা গ্রামে মাদকবিরোধী অভিযান চালান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। ওই এলাকায় মাদক পরিবহনের সময় মুকুলকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। ওইদিন রাতেই মহাদেবপুর থানায় বাদী হয়ে মুকুলের বিরুদ্ধে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মোজাহার আলী বলেন, এ রায়ের মধ্য নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কমূলক বার্তা পৌঁছানো হয়েছে।

Link copied!