• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাস্তায় টাকা তোলার সময় হাতির আক্রমণে একজনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৭:৩২ পিএম
রাস্তায় টাকা তোলার সময় হাতির আক্রমণে একজনের মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় হাতির আক্রমণে রামপদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ধামধুম এলাকায় এ ঘটনা ঘটে।

রামপদ উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামের মৃত ললিত মুণ্ডার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে এক ব্যক্তি রাস্তায় গাড়ি থামিয়ে হাতি দিয়ে টাকা তুলছিলেন। রাস্তার পাশে হাতি দেখে অনেক মানুষ তার পেছন-পেছন যাচ্ছিলেন। এ সময় হাতি পাগলামি শুরু করে। এক পর্যায়ে হাতিটি রামপদর বুকে ওপর দুই পা তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রামপদ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে পাগলা হাতিটি এলাকায় তাণ্ডব চালায়। একপর্যায়ে রামপদকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলে রামপদের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলে ইউএনও বিল্লাল হোসেন, এসিল্যান্ড আবিদা সিফাত ছাড়াও বন বিভাগের লোকজন, প্রাণিসম্পদ কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের দল উপস্থিত রয়েছেন। এখনো ওই হাতিকে ধরা যায়নি।

Link copied!