• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৫:২৬ পিএম
নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নওগাঁর যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০আগস্ট) দুপুর ১২টার দিকে লস্করপুরের বলিরঘাট মুরগির ফার্ম সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে  সুফিয়া বেগম বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পায়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান বলেন, “নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” 
 

Link copied!