• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০২:০৮ পিএম
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় আহমদ শেখ (৮০) নামের ভিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকাল নয়টায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধর নাম আহম্মদ শেখ স্টেশন সংলগ্ন অম্বিকাপুর বাজারের একটি দোকানে রাতে থাকতেন। দিনে ভিক্ষা করতেন।

পাশেই রেল বস্তিতে থাকেন নিহতের মামাতো ভাই লাল মিয়া। তিনি বলেন, আহম্মদ শেখ দীর্ঘদিন ধরে আমার এখানে থাকতেন। তার স্ত্রী ও এক ছেলে থাকলেও কেউ তার খোঁজ নেয় না। তারা তাড়িয়ে দিলে আমার বাড়িতে থেকে রিকশা চালাত। বয়সের ভারে এখন কানে শুনতে পায় না দেখে ভিক্ষা করে খায়। আমার ঘরের কাজ করছি বিধায় কিছুদিন ধরে বাজারের একটি দোকানের বারান্দায় থাকত।

তিনি বলেন, সকালে প্লাটফর্মের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে ছিলেন। ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী স্টেশন মাস্টার রত্না বৌদ্ধ বলেন, নিহতের ঘটনায় রাজবাড়ি রেল পুলিশকে অবগত করা হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।

Link copied!