নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে সড়কের পাশের ঝোপ থেকে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল মামুন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় স্ত্রীসহ বসবাস করতেন ও নর্দান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে পূর্বাচলের বাসিন্দারা সড়কের পাশে ঝোপে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার বলেন, “মামুন মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। দুপুর ২টায় সর্বশেষ তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ ছিল। খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই আমার বড় ভাই নোমান বাদী হয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ আমাদের জানায়।”