• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘দুর্গা উৎসব নিয়ে কোনো শঙ্কা নেই’


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৮:১৫ পিএম
‘দুর্গা উৎসব নিয়ে কোনো শঙ্কা নেই’

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, “শারদীয় দুর্গা উৎসব নিয়ে কোনো ভয় বা শঙ্কা নেই। আপনারা নির্বিঘ্নে পূজা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোনো প্রকার গুজবে কান দেবেন না। তবে চোখ কান খোলা রেখে সর্বদা সতর্ক থাকুন। পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। সার্বক্ষণিক সেবা দিয়ে যাবে।”

সোমবার (২ অক্টোবর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল। আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, আনসার ভিডিপির উপপরিচালক আবু সুফিয়ান, সদর পূজা পরিষদের সভাপতি তপন বসাক, পৌর পূজা পরিষদের সভাপতি সমর দেবনাথ প্রমুখ।

ফেনী জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, মো. শাহাদাত হোসেন, সদর সার্কেল থোয়াই অং প্রু মারমাসহ পুলিশ কর্মকর্তারা।

সভায় জানানো হয়, ফেনীতে মোট ১৪৭টি পূজা মণ্ডপে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ফেনী সদর উপজেলায় ৪৬টি, ফেনী পৌরসভায় ১২টি, সোনাগাজী উপজেলায় ২৩টি, দাগনভূঞা উপজেলায় ১৯টি, ফুলগাজী উপজেলায় ৩৫টি, ছাগলনাইয়া উপজেলার ৫টি, পরশুরাম উপজেলায় ৭টি। ইতোমধ্যে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ ২৭টি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো মেনে সুশৃঙ্খলভাবে পূজা সম্পূর্ণ করতে পূজা মণ্ডপ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল বলেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মণ্ডপ নিজেরাই রক্ষা করতে হবে। সর্বদা সতর্ক থাকতে হবে।

Link copied!