এবার কেউ তলে তলে আপস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ওবায়দুল কাদের বলেন, তলে তলে আপস হয়েছে। আমরা বলছি এবার কেউ আপোষ করবে না। এবার আমরা কোনো ছাড় দেবো না।”
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিএনপির রোডমার্চ উপলক্ষে আয়োজিত ফেনীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “সংসদ ভেঙে দাও। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দাও। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কর। আমাদের এক দফা এক দাবি, হাসিনাকে পদত্যাগ করতেই হবে।”
বিএনপির মহাসচিব আরও বলেন, “মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। তাকে চিকিৎসা নিতে দিচ্ছে না। তারা ২০১৪ সালে ১৮ সালে জোর করে নির্বাচন করেছে। এবার তার অধীনে আর কোনো নির্বাচন করতে দেবো না।”
চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ কুমিল্লা থেকে বিএনপি তাদের রোডমার্চ শুরু করে। বেলা পৌনে ৩টায় রোডমার্চটির মূল অংশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফেনীতে এসে পৌঁছায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের উড়াল সড়কের দক্ষিণ পাশে পথসভার মঞ্চ নির্মাণ করা হয়। পথসভায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকেও বিএনপির নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।
বেলা সাড়ে তিনটার দিকে ফেনী থেকে রোডমার্চটি চট্টগ্রামের দিকে যাত্রা করে। চট্টগ্রামের মিরসরাইয়েও একটি পথসভা অংশ নেবেন বিএনপির নেতারা। শেষে চট্টগ্রামে জনসভার মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করবে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্যাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক এমপি জয়নাল আবেদিন (ভিপি জয়নাল)।