দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহামদুল হকের কার্যালয়ে বেসরকারিভাবে ফল ঘোষণার পর এ তথ্য জানা গেছে।
নির্বাচনের বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ অর্থাৎ আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ থেকে কম পেলে ওই প্রার্থীর জামানত ফেরত দেওয়া হবে না। সেই জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।
এই আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পেয়েছেন এ এইচ এম মাসুদ দুলাল পেয়েছেন ২৫৯ ভোট, বিএনএম পার্টির এবিএম ওয়ালিউর রহমান খান নোঙ্গর প্রতীকে ৪৬৭, বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী নারায়ণ দাস কুলা প্রতীকে ২৫১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আসলাম হোসাইন একতারা প্রতীকে ৭৬৪, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ ছড়ি প্রতীকে ১৬৩ ভোট এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. মজিবুর রহমান ফুলের মালা প্রতীকে ৪৮৭ ভোট পেয়েছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, প্রতিটি নির্বাচনী আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তিনি জামানত ফেরত পাবেন না। সে হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ৬ প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হয়েছে।





































