• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নারায়ণগঞ্জ-৩ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৭:২৮ পিএম
নারায়ণগঞ্জ-৩ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল
মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঋণ খেলাপির জামিনদাতা হওয়ায় দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন- জাকের পার্টির মো. জামিল মিজি এবং কংগ্রেসের সিরাজুল হক।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক এসব তথ্য জানিয়েছেন।

বৈধ প্রার্থীরা হলেন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার, জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা, বিকল্প ধারা বাংলাদেশের নারায়ণ দাস, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসলাম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এ বি এস ওয়ালিউর রহমান খান, মুক্তি জোটের মো. আরিফ, স্বতন্ত্র প্রার্থী  মারুফ ইসলাম ঝলক, এরফান হোসেন দীপ, রুবিয়া সুলতানা ও এ এইচ এম মাসুদ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!