কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ পুলিশ।
বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব পৌর শহরের জব্বার জুট মিল পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা করা হয়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভৈরব নৌ থানা উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, স্থানীয়রা ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ লাশটি উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































