• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

ডাকাতির সময় হাতেনাতে আটক ৪ ডাকাত


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৮:৫০ পিএম
ডাকাতির সময় হাতেনাতে আটক ৪ ডাকাত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ডাকাতির সময় হাতেনাতে চার ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডাকাতিতে ব্যবহৃত বাস, পিকআপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন ও রডসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার চরপাড়া এলাকার মৃত আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুরের শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকা মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া (৩৫)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ডাকাত দলটি মহাসড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে টহল জোরদার করা হয়। অভিযানে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে তারা বাস ফেলে পালিয়ে যাওয়ার সময় চার ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এসময় বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮২২৯), নম্বরবিহীন পিকআপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন রডসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

Link copied!