কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের হামলায় কৃষক লীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত শফিকুল ইসলাম উপজেলার আগানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
বুধবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে গকুলনগর বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। যদিও আহত কৃষক লীগ নেতা শফিকুল ইসলামের দাবি তার স্কুলপড়ুয়া মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এ হামলা করা হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর জানান, শফিকুল ইসলামের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও সারা শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। তবে, আশঙ্কা মুক্ত বলে মনে হচ্ছে।
ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































