• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

বড়শিতে ধরা পড়ল বিশালাকৃতির কোরাল, ৩৯ হাজারে বিক্রি


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৮:১৫ পিএম
বড়শিতে ধরা পড়ল বিশালাকৃতির কোরাল, ৩৯ হাজারে বিক্রি

কক্সবাজারের টেকনাফে ২৬ কেজি ওজনের একটি কোরাল বড়শিতে ধরা পড়েছে। 

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মাছটি ধরা পড়ে।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, জেলে মৌলভী মোজাস্বেরের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি ধরে ৩৯ হাজার টাকায় মাছ ব্যবসায়ী ফারুক মাছটি কিনে নেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রায়ই নাফ নদীতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন। অপরদিকে নাফ নদীর কোরাল ৩০-৪০ কেজি ওজনের হয়। এ নদীর মাছ খুব সুস্বাদু হয়।

Link copied!