• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

মধ্যরাতে যুব মহিলা লীগ নেত্রী ডিবির হাতে ধরা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৯:২১ পিএম
মধ্যরাতে যুব মহিলা লীগ নেত্রী ডিবির হাতে ধরা

নাশকতার মামলায় তানিয়া আফরিন নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে জামালপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (১৮ জুলাই) রাত ২টার দিকে পৌর এলাকার পাথালিয়ায় ওই নেত্রীর স্বামীর নানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তানিয়া আফরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পাথালিয়া এলাকায় স্বামীর নানার বাড়িতে বসবাস করছিলেন তানিয়া আফরিন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তানিয়া আফরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে তাকে। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!