মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
সোমবার (১৪ জুলাই) সকালে নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের ঘরের পাশে পরিত্যক্ত জায়গায় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মাখতাবুর রহমান পরিবারের নারী সদস্যরা চারা গাছ রোপণের জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এ সময় ছোট আকারের গ্রেনেড সদৃশ একটি বস্তু পাওয়া যায়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন। দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে। একই সঙ্গে বস্তুটি গ্রেনেড বলে নিশ্চিত করে সেটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































