মৌলভীবাজার সদর উপজেলায় মাকে নির্যাতন করায় বাবা মুসলিম মিয়াকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়ের বিরুদ্ধে।
শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার শ্যামরকোনা এলাকার বাগরঘর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে মুন্না পালিয়ে গেলেও মেয়ে মুন্নীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার পরিবারে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার রাতে মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগম (৩২) প্রবাসে যাওয়ার বিষয়ে মুসলিম মিয়ার সঙ্গে তার ছেলে-মেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে তারা বাবার ওপর হামলা চালালে তিনি মারাত্মক আহত হন।পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রোববার (৬ এপ্রিল) তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামরকোনা গ্রামের আব্দুল আহাদ জানান, মুসলিম মিয়ার পরিবারে সব সময় কলহ লেগেই থাকত। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনার জের ধরে ছেলে-মেয়ে বাবার ওপর হামলা চালায়।
স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুর রহমান বলেন, মুসলিম মিয়া স্ত্রী ছাবিনা বেগমের প্রবাসে যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। কিন্তু মায়ের পক্ষে সন্তানদের অবস্থান থাকায় এ ঘটনা ঘটতে পারে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































