• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

নাটোর থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ১১:৩৩ এএম
নাটোর থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জুন) ভোরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মো. মাহফুজুর রহমান ও হাসনা হেনা (২৫) দম্পতির প্রথম সন্তান।

শিশুটির চাচা মো. মিজানুর রহমান বলেন, “জেলা পুলিশের আন্তরিকতায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। সে জন্য তাদের অসংখ্য ধন্যবাদ।”

এর আগে, বৃহস্পতিবার (৮ জুন) সকালে হাসনা হেনার প্রসব ব্যথা শুরু হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারি মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম দেন হাসনা হেনা। পরে শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয়ে এক নার্স হাসপাতালের বেড থেকে শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে দাদির কোল থেকে নিয়ে যান।  শিশুটিকে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যান ওই নারী।

Link copied!