• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

সবজি দিয়ে জাতীয় পতাকার শিল্পকর্ম


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০৫:২৮ পিএম
সবজি দিয়ে জাতীয় পতাকার শিল্পকর্ম

ফসলের মাঠে সবজি দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষক ও শিক্ষার্থীরা। এই শিল্পকর্ম দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখন প্রতিনিয়ত ভিড় করছেন।

এটিআইর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, “আমাদের শিক্ষক ও ছাত্ররা মিলে মহান বিজয়ের মাস উপলক্ষে সবজি দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন। পতাকার মাঝখানে লালশাকের বৃত্ত দিয়ে বুঝানো হয়েছে লক্ষ শহীদের রক্ত ও সবুজ পালংশাক দিয়ে বুঝানো হয়েছে বাংলার প্রকৃতিকে।”

সাইফুল আজম খান বলেন, “শেরপুর কৃষি সমৃদ্ধ জেলা। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। আমাদের শিক্ষার্থীরা নানা ধরনের ফসলের বীজতলা তৈরি করে জ্ঞান অর্জন করে থাকেন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন একখণ্ড জমিও খালি রাখা যাবে না। এজন্য আমরা এটিআইয়ের পতিত পড়ে থাকা জমি কৃষি আবাদের আওতায় এনেছি। এতে আমাদের শিক্ষার্থীরা কৃষি কাজে ভূমিকা রাখতে পারবে।”

অধ্যক্ষ আরও বলেন, “কলেজের শিক্ষকরা সাধারণত শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য মাঠে নানা রকম ফসলের প্লট তৈরি করতে দেন। এর ধারাবাহিকতায় এবার এটিআইয়ের ছাত্র-শিক্ষকরা ফসলের মাঠে গত ১৬ নভেম্বর এই পতাকা তৈরি করতে প্রাথমিকভাবে কাজ শুরু করেন। এখন এটা দেখতে দূর-দূরান্তের দর্শনার্থীরা ভিড় করছেন।”

শিক্ষার্থী প্রতীক রহমান বলেন, “স্যারদের নির্দেশনায় সবজি দিয়ে এ পতাকা তৈরি করেছি। বিভিন্ন জায়গা থেকে লোকজন তা দেখতে আসছেন এবং প্রশংসাও করছেন।”

শেরপুর পৌর এলাকার খরমপুরের সাবিদ বলেন, “প্রথমে শুনেছি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে শাক-সবজি দিয়ে পতাকা বানিয়েছেন। পরে ড্রোন নিয়ে ছুটে এসেছি ভিডিও করতে। এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব।”

চরশেরপুরের শোয়াইব রহমান বলেন, “ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্ররা সবজি দিয়ে সুন্দর একটি জাতীয় পতাকা তৈরি করেছেন। পরে আর দেরি না করে আসলাম পতাকা দেখতে।”

Link copied!