• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জমি নিয়ে বিরোধে ভাবিকে কুপিয়ে হত্যা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৯:০৪ এএম
জমি নিয়ে বিরোধে ভাবিকে কুপিয়ে হত্যা

ফরিদপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের দায়ের কোপে মাজেদা পারভিন (৪৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে শহরের কমলাপুর লালের মোড় এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকা স্ত্রী মাজেদা পারভিনকে নিয়ে বাস করতেন। রাজা মিয়ার সঙ্গেই থাকতেন তার মেজ ভাই আব্দুর রব (৭০)। আব্দুর রবের স্ত্রী ও সন্তান ঢাকায় থাকেন।

বসতবাড়ির জায়গাজমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল তাদের। কিছুদিন আগে আব্দুর রবকে জমির কিছু টাকা দেওয়ার কথা ছিল রাজা মিয়ার। রাজা মিয়া টাকাও পরিশোধ করে দেন। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে রাজা মিয়ার স্ত্রী মাজেদা পারভিনের কাছে টাকা চাইতে যান আব্দুর রব। মাজেদা পারভিন তাকে বলেন টাকা পরিশোধ হয়ে গেছে। এ কথা শুনেই আব্দুর রব ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন মাজেদা পারভিনকে।

পরে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আব্দুর রব।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই আব্দুর রব পলাতক। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!