লালমনিরহাটের পাটগ্রামে বিউটি বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধানাথ গ্রামে এ ঘটনা ঘটে।
বিউটি বেগম (৩০) ওই গ্রামের মো. জান্নাতুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, বিউটি বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে বিউটির মেয়ে আতশি (৭) ঘরের দরজা খুলতে যায়। দরজা খুলেই দেখে ঘরের আড়ার সঙ্গে তার মায়ের মরদেহ ঝুলছে। পরে সে চিৎকার করলে প্রতিবেশীরা মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।