• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিস্কুট কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে দেখেন ঘরে ঝুলছে সন্তানের মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৭:২৮ পিএম
বিস্কুট কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে দেখেন ঘরে ঝুলছে সন্তানের মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলায় মো. মুরসালিন (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরসালিন উপজেলার নওয়াপাড়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে মুরসালিন বড়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা মো. গিয়াস উদ্দীন জানান, শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মুরসালিনকে বাড়িতে একা রেখে তার মা দোকানে বিস্কুট কিনতে যান। দোকান থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো অবস্থায় দেখেন। পরে তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন রশি গলায় পেঁচানো অবস্থায় দরজার চৌকাঠের সঙ্গে ঝুলছে মুরসালিন। পরে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় কাগদী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Link copied!